বর্তমান নিউজ ডটকমঃ
শেষ রাসেল জাতীয় শিশু-কিশোর কমিটির উদ্যোগে নাসিম ওসমান ও মরহুম শেখ আব্দুর রসিদ সহ সকল কবর বাসির জন্য দোয়া করেন শেখ রাসেল শিশু-কিশোর পরিষদ নারায়ণগঞ্জ মহানগর কমিটির সভাপতি আবু মুছা। এসময় তিনি সমগ্র দেশ বাসি জন্য ও মঙ্গল কামনা করেন। শুক্রবার শবেবরাতের দিবাগত রাতে তিনি কবর জিয়ারত করেন।
এসময় আবু মুছা বলেন, প্রতিটি মানুষের কাছে শবেবরাতের রাতটি পবিএ। এ রাতে আল্লাহ মানুষের ভাগ্য নির্ধারন করেন। এসময় তিনি বলেন সৌদিআরব ৩৬৫ দিনে শবেবরাতের যে পরিবেশ বিরাজ করে সেখানে আমাদের দেশে তিনটি রাত পাই। তা হলো শবেবরাত,শবেমেরাজ,শবেকদর। আমাদের দেশবাসির উচিত যে রাত গুলো পালন করি তা সৌদিআরবের মতো ৩৬৫ দিন ও রাত যেন শবেবরাত,শবেমেরাজ ও শবেকদের মতো পরিস্হিতি বিরাজ করে।
কবর জিয়ারত শেষে আবু মুছা অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা শেখ রাসেল শিশু-কিশোর পরিষদ সভাপতি ওবায়দুল্লা,আশিক মাহমুদ,জপিকুল ইসলাম,অভি আজিম,আবির,সিডনি,সাকিব প্রমূখ।
Leave a Reply