বর্তমান নিউজ.কমঃ গোগনগরে সাবেক চেয়ারম্যান নূর হোসেন ও রানা বাহিনীর হামলায়,সংরক্ষিত নারী মেম্বার নিলুফা বেগম গুলি বৃদ্ধ।
নারায়ণগঞ্জ সদর উপজেলা গোগনগর ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান নূর হোসেন ও একই এলাকার রানা বাহিনীর সাথে তাদের পৈত্রিক একটি জমিতে কাজ করা নিয়ে ও গর্ত ইউনিয়ন পরিষদ নির্বাচনে তার পক্ষে কাজ না করায় পূর্বশত্রুতার জের ধরে তাদের উপরে হামলা করা হয়।
১৫ মার্চ সকাল ১০টার সময় নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন পুরান সৈয়দপুর রানাদের বাড়ীর সামনে এ হামলা ঘটনা ঘটে, এ হামলায় রামদা লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে সাবেক চেয়ারম্যান নূর হোসেন এর বাহিনী তাদের উপরে হামলা চালায়। হামলায় রানার বাবা ও বড় ভাই বর্তমান রানিং সংরক্ষিত নারী মেম্বার নিলুফা বেগম এর পায়ে গুলি লাগে তাতে সহ আহতরা ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন। ঘটনা স্থানে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এবিষয়ে নারায়ণগঞ্জ সদর থানায়, আব্দুল জলিল বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেন।
এঘটনায়, নুর হােসেন (৪০), মকবুল হােসেন (৩৫), পাবেল (৩০), সই পিতা-মৃত ফয়েজ মিয়া, আকবর আলী (৪২), আওলাদ হােসেন (৪৫), উভয় পিতা-মৃত ওহাব আলী, পারভেদ (২৮), আমিন হােসেন (৩০)
উভয় পিতা-মৃত খোয়াজ মিয়া, কাউছার (২৫), পিতা-মৃত দেলোয়ার হােসেন, ইভা আক্তার (২৮),
স্বামী -মককুল হােসেন, রােসনা (৩০), স্বামী-নুর হােসেন, হৃদয় (২৩), পিতা-মৃত দেলােয়ার
হােসেন, নাজমা (৪৬), পিতা মৃত ওহাব আলী, এদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর মর্ডেল থানায় অভিযােগ দায়ের করেন।
এঘটনা,নিয়ে রানা বলেন গত ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান নির্বাচন করে আমরা তার পক্ষে কাজ না করায় সে অনেক দিন ধরে আমার সকলে হুমকি দিয়ে আসছিলো ও আমাদের একটি জমির দিকে তার নজর ছিলো সেটা নিয়েই আজকে তারা পূর্বেই জের ধরে এ হামলা চালায় আর আমার বাবা,ভাই সহ সকলে মারধর করেন আমি এঘটনা বিচার চাই আইনের মাধ্যমে।
Leave a Reply